প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০, ২৩:৪২
সাভারের আশুলিয়ায় স্ত্রী শাহিনুর বেগম (২০) কে শ্বাসরোধে হত্যা করে স্বামী রিপন (৩০) সিরাজগঞ্জের শাহাজাদপুর থানায় আত্মসমর্পণ করেছেন।শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে আশুলিয়ার কাঁঠালতলা এলাকার ওহাবের বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।নিহতের স্বামী রিপন (৩০) সিরাজগঞ্জের শাহাজাদপুর থানায় আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছেন শাহাজাদপুর থানার পরিদর্শক ফজলে আশিক। এঘটনায় তাকে আটক করা হয়েছে।
এলাকাবাসী জানায়, দুপুরে হঠাৎ ওই বাসায় পুলিশ এসে রিপনের বাসার খোঁজ করে। রিপনের বাসার খোঁজ পেলে তার তালাবদ্ধ কক্ষ থেকে শাহিনুর বেগমের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। রিপন তার স্ত্রীকে ১৬ অক্টোবর রাতের কোন এক সময়ে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে জানান তারা।