প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০, ২২:৩৭
নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে" এই স্লোগানকে সামনে রেখে নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এলাকা ভিত্তিক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।তারই অংশ হিসেবে শনিবার সকালে উপজেলার জিনারদী ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া (বান্দরতলা) বাজারে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশের আয়োজন করা হয়। জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে জনসচেতনা মূলক বক্তব্য রাখেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদ।
এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন, পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবির প্রমূখ। থানা পুলিশ সূত্রে জানা যায়,শনিবার বাংলাদেশ পুলিশের উদ্যোগে দেশব্যাপী ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশের আয়োজন করা হয়। তারই অংশ হিসেবে নরসিংদী জেলায় ৮৬ টি বিটে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে "ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ" অনুষ্ঠিত হয়। এ সমাবেশে জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।তাছাড়াসমাবেশে অংশ গ্রহণকারীগণ ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পোস্টার, লিফলেট ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।