করোনায় মারা গেলেন বাংলাদেশ বেতারের পরিচালক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১৭ই অক্টোবর ২০২০ ০১:১২ অপরাহ্ন
করোনায় মারা গেলেন বাংলাদেশ বেতারের পরিচালক

করোনাযুদ্ধে হেরে গেলেন বাংলাদেশ বেতারের পরিচালক (জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের) আমানুল্লাহ মাসুদ হাসান। তিনি বিসিএস (তথ্য) ক্যাডারের ৯ম ব্যাচের কর্মকর্তা ছিলেন।এর আগে তিনি বেতারের ঢাকা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।শনিবার বিসিএস তথ্য সাধারণ বেতার কর্মকর্তা কল্যাণ সমিতির দফতর সম্পাদক জ্যোতির্ময় গোলদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, মাসুদ হাসান সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন।

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে গত ১১ অক্টোবর তাকে রাজধানীর গুলিস্তানে অবস্থিত সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর সাড়ে তিনটার দিকে তিনি মারা যান।তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিসিএস তথ্য সাধারণ বেতার কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সায়েদ মোস্তফা কামাল।