প্রকাশ: ১৬ অক্টোবর ২০২০, ৫:২৫
বরিশালের হিজলা উপজেলায় মা ইলিশ রক্ষা অভিযান কালে সংঘবদ্ধ জেলেদের হামলায়, হিজলা নৌ পুলিশের সদস্য মোঃ মুমিনুল ইসলাম নামে একজন সদস্য গুরুতর আহত হয়ে হিজলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সে নৌ পুলিশের স্পীডবোট চালক পদে রয়েছে।
আহত মুমিনুল জানায় , বৃহস্পতিবার ১৫ অক্টোবর রাত পৌনে ১টার সময় নৌ পুলিশের সদস্যরা তাদের স্পীডবোট এবং ট্রলার নিয়ে টহলের কালে হিজলা গৌরব্দী ইউনিয়নের অন্তরবাম নদীতে মাঝারি একটি ট্রলারে থাকা জাল সহ দুই জেলেকে আটক করলে চারদিক থেকে তাদের উপর হামলা চালায় সংঘবদ্ধ থাকা অন্য জেলেরা। জেলেরা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে আটক দুই জেলেকে নিয়ে চলে যায়। এসময় এএসআই নজরুল সামান্য আঘাত প্রাপ্ত হয়েছেন।