প্রকাশ: ১৫ অক্টোবর ২০২০, ১৯:৫৪
যুক্তরাষ্ট্রে অবস্থানরত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরীকে ফেরতের বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে স্টিফেন বিগান জানিয়েছেন, বিষয়টি তাদের অ্যাটর্নি জেনারেল দেখছেন।আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন একথা বলেন।এর আগে ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্র মন্ত্রী স্টিফেন ই বিগান রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, কখনোই যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দিল্লির চোখে দেখে না। দেখলে তারা আমাদের এখানে আসতেন না। কেননা, বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম একটি রাষ্ট্র।তিনি জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতায় সন্তুষ্ট যুক্তরাষ্ট্র। দেশটি বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। রোহিঙ্গা সমস্যা সমাধানে যৌথ সহযোগিতা পরিকল্পনা করা হয়েছেও বলে জানিয়েছেন, মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান।