ভেজালবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজধানীর কারওয়ান বাজার মাছের আড়তে অভিযান চালাচ্ছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেখানে রুপচাঁদা বলে বিক্রয় নিষিদ্ধ পিরানহা বিক্রি করা হচ্ছিল।র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে শুক্রবার সকালে এই অভিযান শুরু হয়।র্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর এইচ এম পারভেজ আরেফিন অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
পারভেজ আরেফিন বলেন, ‘কারওয়ান বাজারের বিভিন্ন মাছ কালার করা হচ্ছিল। এছাড়া বিক্রয় নিষিদ্ধ পিরহান এবং বিদেশি মাগুর বিক্রি হচ্ছিল। আমরা বিপুল পরিমাণ এসব বিক্রয় নিষিদ্ধ মাছ জব্দ করেছি। এখনো অভিযান চলছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।’