শরীয়তপুরের জাজিরা থেকে ১কেজি গাঁজাসহ রাজিব মোড়ল নামে এক মাদক ব্যনসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে জাজিরার দক্ষিণ বাইকসা গ্রাম থেকে তাকে আটক করা হয়। মাদক ব্যবসায়ী রাজিব মোড়ল জাজিরা উপজেলার চর লাউখোলা গ্রামের রশিদ মোড়লের ছেলে।
জেলা ডিবি পুলিশের এসআই আশরাফ জানান, জাজিরা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে মোঃ রাজিব মোড়ল (৩০)কে জাজিরা ধানাধীন দক্ষিণ বাইকসা গ্রামস্থ জনৈক সাত্তার সরদার এর বাড়ীর সামনের পাঁকা রাস্তার উপর হইতে ১ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে জাজিরা থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।