প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২০, ৩:২৮
ভূমি অফিসে জনগণ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয় সেদিকে ভূমিসংশ্লিষ্ট কর্মকর্তাদের লক্ষ্য রাখতে বলেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।বুধবার (৯ সেপ্টেম্বর) মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত জেলা রাজস্ব সম্মেলন-২০২০ ও সেবা সহজীকরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ভূমি সেবার বিভিন্ন ক্ষেত্রে ইতিমধ্যে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে। ভবিষ্যতে ভূমি জরিপসহ অন্যান্য ক্ষেত্রেও ডিজিটালাইজেশন করা হবে।’মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মাকছুদুর রহমান পাটোয়ারী, খুলনার বিভাগীয় কমিশনার মো. আনোয়ার হোসেন হাওলাদারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিল।