জনি হত্যা মামলায় এসআই জাহিদসহ ৩ পুলিশ সদস্যের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ৯ই সেপ্টেম্বর ২০২০ ০২:৩৮ অপরাহ্ন
জনি হত্যা মামলায় এসআই জাহিদসহ ৩ পুলিশ সদস্যের যাবজ্জীবন

পুলিশ হেফাজতে ইশতিয়াক হোসেন জনিকে পিটিয়ে হত্যার মামলায় এসআই জাহিদসহ পল্লবী থানার ৩ পুলিশ সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া দুই সোর্সের সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার এ রায় দেওয়া জয়েছে।

২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি পুলিশ হেফাজতে নির্যাতনে জনির মৃত্যুর পর ওই বছর আগস্ট মাসে তার ভাই ইমতিয়াজ হোসেন রকি আদালতে এই মামলা দায়ের করেন।মামলার আসামিরা হলেন পল্লবী থানার তখনকার এসআই জাহিদুর রহমান খান, এসআই রাশেদুল ইসলাম, এসআই কামরুজ্জামান মিন্টু, পুলিশের সোর্স রাশেদ ও সুমন।