প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২০, ২৩:৫৩
চলাচলে অযোগ্য ভাঙ্গা রাস্তাঘাট এবং খাল ড্রেন সংস্কার ও হকার উচ্ছেদের প্রতিবাদে তিন দফাআ দাবীতে বরিশালে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরীর ফকিরবাড়ি সড়কে সংগঠনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বাসদের সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী। মনীষা বলেন,
নগরীর ৫৮ কিলোমিটার সড়কের মধ্যে ৯০ শতাংশ চলাচলে অনুপযোগী অবস্থায় রয়েছে। সড়কগুলো দিয়ে চলাচলে জনতার নাভিশ্বাস উঠছে। আর নগরীর ২২ খাল উদ্ধার বা সংস্কারে কোন উদ্যোগ না নেয়াতে বর্ষায় বা জোয়ারে পানিতে নগরবাসীর ভোগান্তি পোহাতে হচ্ছে। অপরদিকে চলমান করোনাকালে রিক্সা চালকদের লাইসেন্স নবায়নের বেলায় বকেয়া ফি মওকুফ এবং রিক্সা, ইজিবাইক আর হকারদের যাতে উচ্ছেদ করা না হয় তার আহবান জানান তিনি।