প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২০, ২৩:৩৬
মুজিববর্ষ উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের চার থানায় নতুন যানবাহন হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় ‘মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার’ এই শ্লোগানকে সামনে রেখে নগরীর পুলিশ লাইনস মাঠে মেট্রোপলিটন পুলিশ বাহিনীতে লজিস্টিক সাপোর্ট হিসাবে নতুন ১৩টি যানবাহন হস্তান্তর করা হয়। এসময় প্রধান অতিথি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বলেন, জনগণের টাকায় কেনা গাড়ি ব্যবহার ও সকল সুযোগ সুবিধা ভোগ করে আমাদের সেবার মান বৃদ্ধি পেয়েছে কিনা জনগণ তা খেয়াল রাখবে।
সতর্কতা অবলম্বন করে যতœশীল হয়ে এগুলো রক্ষণাবেক্ষণ করতে হবে। তিনি বলেন, আমাদের প্রতিটি থানা সাধারন অসহায় সেবা প্রত্যাশি মানুষের আশ্রয় স্থল হয়ে উঠেছে। কিরি আরো বলেন, জনগণেল সেবক হিসেবে নিজেকে আত্মনিয়োগ করে নির্ভেজাল সেবা দিয়ে জনমুখী গণমুখী পুলিশিংয়ের মাধ্যমে আরও বেগবান হয়ে কাজ করতে হবে।এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (বিএমপি) সদর দপ্তর আবু রায়হান মুহাম্মদ সালেহ সহ অন্যান্যরা।