প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২০, ২২:৫
ভোলার বোরহানউদ্দিনে অনারম্ভর পরিবেশে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।ভারপ্রাপ্ত উপজেলা নিবাহী অফিসার শোয়াইব আহমাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ এবি আহমদ উল্যাহ আনছারী, বোরহানউদ্দিন মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মো. সোহরাব হোসেন, উপজেলঅ আ’লীগ সভাপতি জসিমউদ্দিন হায়দার, উপজেলা শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম, কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ননী গোপাল দে, উপজেলা সহকারী প্রোগ্রামার মো. মিজানুর রহমান হাওলাদার প্রমুখ।