প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪৯
দক্ষিণ এশিয়ার জন্য গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন (জিসিএ) বাংলাদেশের আঞ্চলিক কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে জিসিএয়ের উদ্বোধন করবেন বাংলাদেশের সরকারপ্রধান।
ভিযোজন সম্পর্কিত গ্লোবাল সেন্টার বোর্ডের চেয়ারম্যান এবং জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন ভার্চুয়াল এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।অনুষ্ঠানে দক্ষিণ এশীয় দেশগুলোর মন্ত্রীরা বক্তব্য দেবেন। এছাড়া গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যাট্রিক ভারকুইজেনও বক্তব্য দেবেন বলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।