প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫৮
টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।৭ সেপ্টেম্বর সোমবার ভোর রাতে মিয়ানমার হতে বঙ্গোপসাগর হয়ে খুরেরমুখ সাগর পয়েন্ট দিয়ে ইয়াবা পাচারের গোপন সংবাদে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের খুরেরমুখ অস্থায়ী চেকপোস্টের টহল দল অবস্থান নেয়।
এক পর্যায়ে ভোর সাড়ে চারটার দিকে চেকপোস্ট হতে ৫০০ গজ দুরে একজন লোক বস্তা মাথায় করে সাগরের দিক হতে মেরিন ড্রাইভ সড়কে উঠে। এসময় বিজিবি জওয়ানদের দেখতে পেয়ে বস্তাটি ফেলে অন্ধকারের সুযোগে লোকটি পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়। অনেক তল্লাশীর পরও তাকে পাওয়া যায়নি। পরে বস্তাটির উদ্ধার করে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
উদ্ধারকৃত এসব ইয়াবা পরবর্তীতে প্রকাশ্যে উর্ধ্বতন মহল, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সাল হাসান খান (পিএসসি) নিশ্চিত করেন।