বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন । রবিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১ টায় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. এ কিউ এম মাহবুব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে বঙ্গবন্ধু সমাধিসৌধ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান । সেখানে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের মৃত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পাঠ করেন ।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী (চলতি) উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহজাহান, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ নূরউদ্দিন আহমেদ, প্রক্টর ড. রাজিউর রহমান, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ।প্রসঙ্গত, গত বুধবার (২ সেপ্টেম্বর) দীর্ঘ ১১ মাস পর বশেমুরবিপ্রবির স্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. এ কিউ এম মাহবুব ।