প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২০, ২১:১৪
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বারঘরিয়য়া-দক্ষিণ ধীতপুর গ্রামের বদিউর রহমান হত্যা মামলায় একজনের ফাঁসি ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া সাজাপ্রাপ্ত প্রত্যেককেই এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।কিশোরগঞ্জের প্রথম আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকালে এ রায় দেন।ফাঁসির দণ্ডপ্রাপ্ত আব্দুস সাত্তার পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ২০১৩ সালের ২৪ জুলাই দুপুরে আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বদিউর রহমানের ছেলে মো. গোলাপ মিয়াকে ধাওয়া করে স্থানীয় মসজিদের সামনে মাটিতে ফেলে মারপিট করতে থাকে।
তার চিৎকার শুনে তার বাবা বদিউর রহমান এগিয়ে আসলে আসামিরা বল্লম ও কিরিচ দিয়ে তাকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে ১৭ জনের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মামলার পর পুলিশ তদন্তশেষে তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।