প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২০, ২৩:৪৮
নরসিংদীর পলাশ উপজেলা সহ জেলার প্রতিটি উপজেলায় যত্রতত্র এলপিজি গ্যাস ব্যবসা রোধে অঙ্গিকার করেছে ডিলারশিপ ব্যবসায়ীরা। শনিবার দুপুরে নরসিংদী এলপিজি ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের উদ্যোগে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠানে জেলা শহর সহ বিভিন্ন উপজেলার এলপিজি গ্যাস ব্যবসায়ীরা উপস্থিত থেকে এ অঙ্গিকার করেন।
নরসিংদী এলপিজি ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সভাপতি মো. শামীম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারেকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নরসিংদী এলপিজি ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা সাংবাদিক বিশ্বজিৎ সাহা ও উপদেষ্টা মোঃ মাহফুজুল হক টিপু। এসময় বক্তারা যত্রতত্র এলপিজি গ্যাস বিক্রি রোধে অঙ্গিকার করে এলপিজি গ্যাস ব্যবসায়ীদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।