সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শনিবার (৫ সেপ্টেম্ভর) বেলা ১১ টায় দূর্গানগর ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। বিট পুলিশিং উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূর্গানগর ইউনিয়নের চেয়ারম্যান আফসার আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস।
এসময় অনন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, সলপ ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকত ওসমান, সলপ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু,দুর্গানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পদাক আব্দুল কাদের,ইউনিয়ন বিট পুলিশিং কার্যালয়ের ইনচার্জ এস আই মোঃ শওকত আলী, বিট সহকারী অফিসার এ এস আই শহিদুল ইসলাম ও ইউনিয়ন পরিষদের সদস্যগণসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ওসি দিপক কুমার দাস বলেন,
মুজিববষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই স্লোগান সামনে রেখে বর্তমান আইজিপি স্যার দায়িত্ব নেয়ার পর তিনি বলেছেন, জনগণকে পুলিশি সেবা নেয়ার জন্য আর থানায় যেতে হবে না। প্রয়োজনে সেবা দিতে পুলিশ চলে আসবে জনগণের পাশে। অপরাধ দমন এবং পুলিশি সেবা জনগণের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। জনগণ দ্রুত পুলিশি সেবা পাওয়ার জন্য এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এটি চালু করা হয়েছে।
ওসি আরো বলেন, আমাদের বিট পুলিশের কাজের জন্য এ বিটের (ওয়ার্ডে) মধ্যে থানার নিদিষ্ট একজন এসআই ও এএসআইকে দায়িত্ব দেয়া হয়েছে। এ অফিসে প্রতিদিন তারা আসবেন। এ ওয়ার্ডে থানা পুলিশের যখন যিনি দায়িত্বে থাকবেন, তাদের কাজ হচ্ছে সাধারন মানুষের সহায়তায় এলাকায় কারা মাদক ব্যবসা করে, কারা মাদক সেবন করে, কারা ইভটিজিং করে এবং চাঁদাবাজি করে তাদের তথ্য সংগ্রহ করা। সে তালিকা অনুযায়ী অপারেশন পরিচালনা করা।
এছাড়া কেউ সরাসরি পুলিশকে কোন অভিযোগ করতে না চাইলে বিট এলাকায় একটি অভিযোগ বক্স থাকবে। কারও অভিযোগ থাকলে নাম-ঠিকানা লিখে সেই অভিযোগ বক্সে রেখে যাবেন। প্রতিদিন এ অভিযোগ বক্স খোলা হবে এবং অভিযোগ সমুহ নিষ্পত্তি করা হবে। সাধারন মানুষের সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে মাদকসহ সমাজের অন্যান্য সামাজিক ব্যাধি নির্মূল করা সম্ভব নয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।