প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২০, ৩:১৫
মাদারীপুরের রাজৈরর উপজেলার কালিবাড়ি নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে শুক্রবার বিকাল ৪টার দিকে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি দ্রুত গামী যাত্রবাহী বাসের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় । এসময় অজ্ঞাত নামা (৩২) এক যুবক নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় ১৫ জন যাত্রী । মারাত্মক আহত ৫ জনকে রাজৈর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকাল ৪টার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার কালিবাড়ি নামক স্থানে বরিশাল গামী সাকুরা পরিবহনের একটি দ্রুতগামী যাত্রবাহী বাসের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় । এসময় অজ্ঞাত নামা (৩২) এক যুবক ঘটনাস্থলেই মারা যায় । এতে আহত হয়েছে বাসের ১৫ জন যাত্রী । মারাত্মক আহত হনুফা বেগম (৩০) তার মেয়ে তানিয়া আক্তার (১০), সুমন শেখ (৩০), তাপস পাল (৩০), তপন কর্মকারকে (৫৮) রাজৈর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের প্রায় সবার বাড়ি বরিশাল জেলায়।