কক্সবাজারের উখিয়ার তাজনিমারখোলা ক্যাম্প এলাকা থেকে দুইশত পিস ইয়াবা সহ দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।বৃহস্পতিবার রাতে এ অভিযান চালানো হয়আটক দুই জন হলেন, উখিয়ার ১৯ নম্বর ক্যাম্পের ব্লক-সি ১০’র মৃত সাব্বির আহাম্মদের ছেলে মো. তৈয়ব (২২) একই এলাকার তিন নম্বর ক্যাম্পের ব্লক-ডি ৫’র হোসেন জোহারের ছেলে মো. ইলিয়াস (১৯)।
এপিবিএনর পুলিশ সুপার মো. হেমায়েতুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাজনিমারখোলা এপিবিএন ক্যাম্প সংলগ্ন ক্যাম্প-১৯’র সিআইসি অফিস সংলগ্ন রাস্তার ওপর অভিযান চালিয়ে ইয়াবা সহ ২ জনকে আটক করা হয়। এব্যাপারে মামলা করে আটকদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।