টেকনাফে এবার বালতির ভিতর করে ইয়াবা পাচারকালে রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক
আমান উল্লাহ কবির, উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩রা সেপ্টেম্বর ২০২০ ০৯:১১ অপরাহ্ন
টেকনাফে এবার বালতির ভিতর করে ইয়াবা পাচারকালে রোহিঙ্গা আটক

টেকনাফে এবার বালতির ভিতর চটের বস্তায় ভর্তি ইয়াবা পাচারকালে এক রোহিঙ্গা কিশোর পাচারকারীকে আটক করা হয়েছে। সে জাদীমুরা রোহিঙ্গা ২৭ নং ক্যাম্প সি ব্লক ১৩ এর সৈয়দ হোছনের পুত্র নুরুল ইসলাম (১৪)।৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার টেকনাফ হতে হ্নীলাগামী একটি ইজি বাইক যোগে ইয়াবার একটি চালান পাচারের খবরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র জওয়ানরা দমদমিয়া বিওপি চেকপোষ্টে নজরদারি বৃদ্ধি করে।

এক পর্যায়ে সকাল ৮ টারদিকে ইজি বাইকের দুই আরোহী তল্লাশী অবলোকন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি জওয়ানরা তাদের ধাওয়া করে কিশোর নুরুল ইসলাম নামের এক রোহিঙ্গা পাচারকারিকে আটক করতে হয়। পরে ইজি বাইকটি তল্লাশি করে একটি বালতির ভিতর চটের বস্তায় মোড়ানো ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ মোঃ ফয়সল হাসান খান সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যক্তিকে ইয়াবা ট্যাবলেটসহ টেকনাফ মডেল থানায় হস্থান্তর করা হয়েছে।