টাঙ্গাইলের ধনবাড়ীতে বন্যার্তদের মাঝে প্রধান মন্ত্রীর উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩রা সেপ্টেম্বর ২০২০ ০২:৩১ অপরাহ্ন
টাঙ্গাইলের ধনবাড়ীতে বন্যার্তদের মাঝে প্রধান মন্ত্রীর উপহার বিতরণ

কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি’র নিজ এলাকা টাঙ্গাইলের ধনবাড়ী বন্যার্তদের মাঝে প্রধান মন্ত্রীর উপহার মাথাপিছু ১০ কেজি করে চাল, ১ কেজি মসুর ডাল, ২ কেজি চিরা, ১ কেজি চিনি,১ লিটার সরিষার  তৈল, ১ কেজি লবন ও আধা কেজি লুডনুস্ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(৩ সেপটম্বর ২০)ইং সকালে ধনবাড়ীর ধোপাখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে ৭০ জন বন্যার্ত পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমন ও ধোপাখালী ইউপি চেয়ারম্যান আকবর হোসেন।এসময় ট্যাগ অফিসার ধনবাড়ী উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, সাংবাদিক হাফিজুর রহমান, ইউপি সচিব মিজানুর রহমান, ইউপি সদস্য মারুফ হাসান, আব্বাস আলী সহ সকল ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।