গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে সালমা বেগম (২২) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে হওয়া এই ঘটনায় আটক করা হয়েছে ঘাতক স্বামী লিটনকে (৩৫)। নিহত সালমা একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন।
স্থানীয়ভাবে জানা যায়, উপজেলার পল্লি বিদ্যুৎ রেল লাইনের পাশে আব্দুল বাসেদের বাড়ির ভাড়াটিয়া ছিলো লিটন ও সালমা। সকালে সালমাকে তার স্বামী লিটন ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন