সিংড়ায়ে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করলো তার মেয়ে। পারিবারিক বিষয় নিয়ে বাবা ও মেয়ের কথা কাটাকাটির একপর্যায়ে মীরা নারিকেলের ডাল দিয়ে তার বাবার মাথায় আঘাতের পর আঘাত করলে তিনি গুরুত্বর আহত হন। স্থানীয় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় মারা যায় নাটোরের সিংড়ায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুস সাত্তার। এ ঘটনায় অভিযুক্ত মেয়ে মীরাকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুস সাত্তারের মেয়ে মীরা তার বাবার বাড়ি আঁচলকোট গ্রামে থাকতেন। সোমবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে বাবা ও মেয়ের কথা কাটাকাটির একপর্যায়ে মীরা নারিকেলের ডাল দিয়ে বাবার মাথায় আঘাত করেন। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু হয় আব্দুস সাত্তারের।সিংড়া থানার ওসি নূর-এ-আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মীরাকে আটক করে এবং লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।