বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে, মুজিববর্ষে মুজিবকে জানুন অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৩১ আগস্ট ২০২০ইং তারিখ সোমবার বিকাল ৪টা ৩০ঘটিকার সময় বরগুনা জেলা প্রশাসকের হলরুমে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. আশ্রাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। এসময় উপস্থিত ছিলেন , অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব জালাল উদ্দীন, উপজেলা নির্বাহী অফিসার, বরগুনা সদর জনাব মাসুমা আক্তার, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সহ স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞ উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জালাল উদ্দীন, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সহ স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।
জেলা প্রশাসক মহোদয় নতুন প্রজন্মের উদ্দেশ্যে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কিত বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে আগ্রহী হতে তাদেরকে নির্দেশনা দেন। বরগুনার জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল অংশগ্রহণকারী, পৃষ্ঠপোষক, শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতার পাশাপাশি বিজয়ীদের অভিনন্দন জানান। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ।
জেলা প্রশাসক, মোস্তাইন বিল্লাহর পরিকল্পনা ও নির্দেশনায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এবং তথ্য প্রযুক্তির অপরিহার্যতা সকলের নিকট তুলে ধরতে বিগত ১৫ আগস্ট ২০২০ ইং তারিখে জাতীয় শোক দিবসে জেলা প্রশাসনের উদ্ধগে অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই কুইজ প্রতিযোগিতায় বরগুনার ছাত্র ছাত্রিসহ অনেক প্রতিযোগি অনলাইনে রেজিষ্ট্রেশনের মাধ্যমে অংশ গ্রহন করেন। এর মধ্যে ১০ জন প্রতিযোগীকে বিজয়ী নির্ধারন করেন বিচারগ গন ।