প্রকাশ: ৩১ আগস্ট ২০২০, ৫:৫২
বরিশালের হিজলা উপজেলার পুরাতন হিজলা লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীতে দুটি স্পীড বোটের মুখোমুখি সংঘর্ষে রাজিয়া নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। সে মেমানিয়া ইউনিয়নের বেলাল হাওলাদারের মেয়ে এবং ভারইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয়দের কাছ থেকে জানা গিয়েছে, সোমবার ৩১ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে পুরাতন হিজলা লঞ্চঘাট থেকে একটি স্পীড বোট ছেড়ে যায় এবং একতা বাজার এলাকা থেকে একটি ছেড়ে আসে। একটিতেও সংকেত লাইট না থাকায় মাঝ নদীতে দুটির সংঘর্ষ ঘটে এতে শিশু রাজিয়ার মৃত্যু হয়। মোট কতজন আহত হয়েছে জানা না গেলেও একটি স্পীড বোটের চালক টিপুকে হিজলা হাসপাতালে চিকিৎসা নিতে দেখা গিয়েছে।