সোমবার ৩১আগস্ট ২০২০ইং তারিখ সোহেল-সুমনা দম্পতির ১১মাস বয়সী তিন শিশু সাবিহা, তোহা এবং তুশাকে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে ডেকে দুপুরে তিন কন্যা সন্তানসহ সুমনাকে বিভিন্ন উপহারসামগ্রী, নগদ অর্থ সহায়তা এবং শিশুখাদ্য বিতরণ করেন। শিশুদের মাতা সুমনাকে ল্যাক্টেটিং মাদার এর আওতায় বিশেষ ভাতার ব্যবস্থা করে দেন।১১মাস বয়সী তিন শিশু নিয়ে বিপাকে করোনায় কর্মহীন সুহেল-সুমনা দম্পতি। গণমাধ্যমের মাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হলে বরগুনা জেলা প্রশাসকের নজরে আসে।
সুমনা বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের ছোট গৌরীচন্না গ্রামের সোহেলের স্ত্রী। সুমানার স্বামী সোহেল ঢাকায় দিনমজুরের কাজ করতেন। কিন্তু করোনা ভাইরাসের কারণে সে কাজও এখন নেই বলে জানা গেছে ।এ বিষয়ে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সকল দুর্গত ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে জেলা প্রশাসন, বরগুনা কাজ করে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।