প্রকাশ: ২৯ আগস্ট ২০২০, ২৩:৫৪
যৌতুকের টাকা না দেয়ায় আশুলিয়ায় একই পরিবারের তিন ভাইকে কুপিয়ে জখম করেছে এক বোন জামাই। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। শুক্রবার গভীর রাতে আশুলিয়া ইউনিয়নের মধ্য চারাবাগ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এসময় প্রতিবেশিরা মারধরের বিষয়টি ফারজানার ভাই ফিরোজ কবির, জহিরুল ইসলাম ও মমিনুল ইসলামকে জানায়। পরে তারা বোনের বাড়িতে উপস্থিত হয়ে মারধরের বিষয়ে জানতে চাইলে বোন জামাই মনির হোসেন ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে গৃহবধূ ফারজানার তিন ভাইকে কুপিয়ে জখম করে। এ সময় তাদের ডাক চিৎকারে শুনতে পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এসে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।