প্রকাশ: ২০ আগস্ট ২০২০, ০:২৮
গাজীপুরের কালিয়াকৈর থানার নবাগত ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী ও তদন্ত কর্মকর্তা রাজীব সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। সম্প্রতি কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দায়িত্ব পান তিনি।দায়িত্ব পাওয়ার পর আজ বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর থানার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।এ সময় ওসি মনোয়ার হোসেন চৌধুরী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের পাশে থেকে কাজ করবো। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যতদিন কালিয়াকৈর থানায় আছি ততদিন যেন সত্য ও ন্যায়ের সাথে আমার দায়িত্ব পালন করতে পারি।