নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাতিম স্টিল এন্ড ফার্নিচার নামে একটি প্রতিষ্ঠানের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে।বুধবার সন্ধ্যায় উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় এ আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ডেমরা, কাঞ্চন, আড়াইহাজার ও নারায়ণগঞ্জ জেলার মোট ১২টি ইউনিট কাজ করছে।
স্থানীয় ও প্রত্যক্ষ্যদর্শীরা জানান, সন্ধ্যা ৭ টার দিকে ওই ফার্নিচারের গোডাউনে আগুন জ্বলতে দেখলে শ্রমিকরা ছুটোছুটি করতে থাকেন। এসময় আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ ফায়ার সার্ভিসে খবর দিলে ডেমরা, কাঞ্চন, আড়াইহাজার ও নারায়ণগঞ্জ জেলার মোট ১২টি ইউনিট আগুন নেভাতে আসে।ডেমরা ফায়ার সার্ভিস ইনচার্জ মো. ওসমান গণি বলেন, মোট ১২টি ইউনিট আগুনে নেভাতে কাজ করে চলছে। আগুন নেভানোর পর ক্ষয়-ক্ষতি ও আগুনের সূত্রপাতের ঘটনা জানা যাবে।