প্রকাশ: ১৯ আগস্ট ২০২০, ৩:৫
ঢাকাসহ সারাদেশে নিত্যপণ্যের পাইকারি ও খুচরা বাজারে ভোক্তা অধিদপ্তরের তদারকি ও সচেতনতা মূলক কার্যক্রম। ১২৩ টি প্রতিষ্ঠানকে ৪লক্ষ ৪৭হাজার টাকা জরিমানা আরোপ ও আদায়।বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরসহ সারাদেশে অভিযান পরিচালিত হয়।
তদারকিকালে লবণযুক্ত চামড়া সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়।এছাড়া মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পণ্য, নকল পন্য এবং ওজনে কারচুপি সহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশ ১২৩টি প্রতিষ্ঠানকে ৪,৪৭,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।এছাড়াও সারাদেশে বিভাগে উপ-পরিচালক এর এবং জেলাতে সহকারী পরিচালকের নেতৃত্বে সর্বমোট ৮৫ অভিযান পরিচালিত হয়।