মানসিক ভারসাম্যহীন জেসমিন আক্তার (২০) নামে এক নারী তাহার তিন বছরের মেয়ে আসমাউল হুসনা (মনি) সহ গত একমাস যাবৎ নিখোঁজ রয়েছে। সে টেকনাফ উপজেলার নয়াপাড়া শরনার্থী ক্যাম্পের ৮৫৫ নং শেডের ৩ নং রুমের 'সি' ব্লকের বাসিন্দা। এমআরসি নং- ৮৮৫৮। নিখোঁজ জেসমিনের মা সমশুন নাহার জানিয়েছেন, গত ১৬ জুলাই আনুমানিক বিকাল আড়াইটার দিকে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে অদ্যবধি ফিরে আসেনি।
ইতিমধ্যে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ নেয়া হয়েছে। সমশুন নাহার আরো জানায়, নিখোঁজ মেয়ে জেসমিনের গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, চুল মাঝারি, শারিরীক গঠন মাঝারি, উচ্ছতা ৫ ফুট, ফরনে ছিল কালো সেলোয়ার-কামিজ, ডান চোখের নীচে কালো দাগ আছে, টেকনাফের আঞ্চলিক ভাষায় কথা বলে এবং নাতনী আসমাউল হুসনা (মনি) এর গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার, উচ্চতা ২ ফুট ৪ ইঞ্চি,
পরনে বার্মিজ ড্রেস, অল্প অল্প কথা বলতে পারে।এব্যাপারে টেকনাফ মডেল থানায় গত ৮/৮/২০২০ ই তারিখ সামশুন নাহার জিডি করেছেন। যার নং- ২৪৪। কোন হৃদয়বান ব্যক্তি উক্ত নিখোঁজদ্বয়ের সন্ধান পেলে ০১৮২৯ ২৫৭৭৬২ নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।