প্রকাশ: ১৯ আগস্ট ২০২০, ২২:৪৮
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ জন। এ নিয়ে দেশে করোনায় সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো তিন হাজার ৭৮১ জনে। এই সময়ে নতুন করে আরো দুই হাজার ৭৪৭ জনের শরীরে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো দুই লাখ ৮৫ হাজার ৯১ জনে।বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে।
এখন পর্যন্ত মৃত তিন হাজার ৭৮১ জনের মধ্যে পুরুষ দুই হাজার ৯৮৭ জন, যা শতাংশের হিসাবে ৭৯ শতাংশ এবং নারী ৭৯৪ জন, যা শতাংশের হিসাবে ২১ শতাংশ।মৃতদের বয়স বিশ্লেষণে বলা হয়েছে, মৃতদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের ১১ জন এবং ষাটোর্ধ্ব বয়সের ২৪ জন রয়েছেন।