প্রকাশ: ১৯ আগস্ট ২০২০, ২১:৩২
চলতি বছর তিন দফা বন্যায় দেশের প্রায় ১২ লাখ ৭৩ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই ক্ষতির পরিমাণ প্রায় এক হাজার ৩২৩ কোটি টাকা। এই বিপদে কৃষকের পাশে দাঁড়াতে সরকার নানা উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।বুধবার বন্যায় ফসলের ক্ষয়ক্ষতি ও তা মোকাবিলায় কৃষি মন্ত্রণালয়ের পদক্ষেপের বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।
ক্ষতির পরিমাণ ৩৪৯ কোটি টাকা এবং ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ৯৫৭ জন।’দ্বিতীয় ও তৃতীয় দফার বন্যায় ১১ জুলাই ১২ আগস্ট পর্যন্ত ৩৭টি জেলায় ১৪টি ফসলের প্রায় ১ লাখ ১৬ হাজার ৮৯৬ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতির পরিমাণ ৯৭৪ কোটি টাকা এবং ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৯ লাখ ২৯ হাজার ১৯৪ জন।’