প্রকাশ: ১৯ আগস্ট ২০২০, ২০:৩৩
করোনাভাইরাসে আক্রান্ত চট্টগ্রামের রাউজান উপজেলার সংসদ সদস্য ও উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে।বুধবার সকালে সাংসদের ছেলে ফারাজ করিম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ঢাকার অ্যাপোলো হাসপাতালে তার বাবাকে ভর্তি করা হবে।
করোনা সংক্রমণের শুরু থেকে এবিএম ফজলে করিম চৌধুরী রাউজানে ত্রাণ সামগ্রী বিতরণ, করোনা আক্রান্তদের জন্য আইসোলেশন সেন্টার স্থাপনসহ নানা কার্যক্রম পরিচালনা করেন। এছাড়া ১৩ আগস্ট থেকে নির্বাচনী এলাকায় জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচিতেও ব্যস্ত ছিলেন তিনি।