প্রকাশ: ১৮ আগস্ট ২০২০, ৪:২১
কোভিড-১৯ প্রতিরোধে শরীয়তপুর সদর উপজেলার পৌরসভার বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৭ জনকে ৩ হাজার ৫০০ টাকা অর্থদন্ড করা হয়েছে। সোমবার ১৮ আগস্ট বিকাল ৪ টা হতে রাত সাড়ে ৭ টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনাকালীন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান শেখ এই অর্থদন্ড করেন।
অনেককে এ সময় সতর্ক করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেয়া হয়। এ সময় পারস্পরিক দূরত্ব ন্যূনতম ৩ ফুট বজায় রাখতে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে মাস্ক পরিধানের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়। পালং মডেল থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে। প্রত্যেকদিন এ অভিযান অব্যহত রাখা হবে।