প্রকাশ: ১৮ আগস্ট ২০২০, ৩:২৮
ঢাকাসহ সারাদেশে লবনযুক্ত কোরবানির পশুর চামড়া ও নিত্যপণ্যের বাজারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি।৯৯টি প্রতিষ্ঠানকে ৫ লক্ষ ৫৪ হাজার ৪ শত টাকা জরিমানা আরোপ ও আদায়।বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরসহ সারাদেশে অভিযান পরিচালিত হয়।
তদারকিকালে লবণযুক্ত চামড়া সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়।তদারকিকালে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পণ্য সংরক্ষণ , পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের মোড়কজাত বিধিমালা লংঘন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশ ৯৯টি প্রতিষ্ঠানকে ৫,৫৪,৪০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।