প্রকাশ: ১৭ আগস্ট ২০২০, ৪:৫৩
দীর্ঘ দিন যাবত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিকল্প সংযোগ সড়কের মাঝখানে দন্ডায়মান বৈদ্যুতিক খুঁটির কারনে যানবাহন ও পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ ছিল।উপজেলার জন-গুরুত্বপূর্ণ হরষপুর-মির্জাপুর সড়কের মাঝখানে দন্ডায়মান এ খুঁটির কারনে প্রতিনিয়ত চরম ভোগান্তিতে পড়তে হতো যানবাহন চালক ও পথচারীদের ।এজন্য সড়কের উপর থেকে খুঁটি স্থানান্তরের জন্য স্থানীয় জনসাধারণ দীর্ঘ দিন দাবী জানিয়ে আসছিলেন।
স্থানীয় এলাকাবাসী ও পথচারীদের দাবীর প্রেক্ষিতে রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটির বিয়ষে সংবাদ প্রকাশিত হয় গত সপ্তাহে।উক্ত বৈদ্যুতিক খুঁটির অপসারণের দাবী সম্বলিত সংবাদ প্রকাশের বিষয়টি অবগত হয়ে বিজয়নগর উপজেলা নবাগত নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাত বিজয়নগর পল্লীবিদ্যৎ সমিতির এজিএম সোহানুল ইসলাম কে বৈদ্যুতিক খুঁটিটি অপসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
পল্লীবিদ্যুৎ সমিতির বিজয়নগর সাবজোনাল অফিস গত রবিবার বিকেলে রাস্তার মাঝখা পথচারীদের পথচারীদের পথচারীদের নে খুঁটিটি অপসারণ করে রাস্তার পাশে নিরাপদ দুরুত্বে স্থাপন করেছে।ফলে জন- গুরুত্বপূর্ণ রাস্তাটি নিরাপদ ও ঝুঁকিমুক্ত হয়েছে।সিএনজির যাত্রী মো. খোরশেদ আলম (৩৫),সিদ্দিক মিয়া (৩২), বলেন, খুঁটিটি নিরাপদ দুরুত্বে স্থাপন করার জন্য বিজয়নগর উপজেলার নবাগত ইউএনও কে ধন্যবাদ জানাই।অটোরিকশার চালক মো. সোলেমান মিয়া (২৬),খলিল মিয়া (২৮) বলেন, খুঁটিটির জন্যএখানে অনেক দূর্ঘটনা ঘটেছে, এখন দূর্ঘটনা কমবে।
এবিষয়ে বিজয়নগর উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) কে এম ইয়াসির আরাফাত বলেন,জন-গুরুত্বপূর্ণ এই সমস্যাটি আমার নজরে আনায় সাংবাদিকদের ধন্যবাদ জানাই।এভাবেই সবার সম্মিলিত প্রচেষ্টায় বিজয়নগর আদর্শ উপজেলায় পরিণত হবে।