প্রকাশ: ১৭ আগস্ট ২০২০, ০:৫৮
ওয়েষ্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুলের ৯৫ ব্যাচের উদ্যোগে ‘পথশিশু ফাউন্ডেশন’ এর সহযোগিতায় পথশিশু ও অসহায় ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য বিতরন করা হয়েছে।শুক্রবার বিকেলে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় এই খাবার বিতরন কর্মসূচি পালন করা হয়। ফেসবুক গ্রুপ 'পথশিশু ফাউন্ডেশন' প্রতিষ্ঠার দ্বিতীয় মাস থেকেই গ্রুপের পক্ষ থেকে খাবার প্যাকেট বিতরণ কর্মসূচি হাতে নেয়া হয়। মে মাস থেকে আনুষ্ঠানিকভাবে খাদ্য সহায়তা কর্মসূচি শুরু করে ‘পথশিশু ফাউন্ডেশন’।এভাবে পুরো রমজান মাসজুড়ে ঢাকার বিভিন্ন স্থানে একে একে ১৬ টি কর্মসূচি পালন করা হয়।
তার ধারাবাহিকতা রক্ষা করে আজও ওয়েষ্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুলের ৯৫ ব্যাচের আর্থিক সহায়তায় গ্রুপের স্বেচ্ছাসেবকদের উদ্যোগে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় ১৭ তম কর্মসূচিতে পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
খাদ্য বিতরনে সহায়তা করেছেন ৯৫ ব্যাচের মামুন,সরু,নাঈম,ফারুক,মানিক ও জাফর।স্বেচ্ছাসেবক হিসেবে সহায়তা করেছে উপদেষ্টা ইয়াকুব হোসেন লিটন,সাধারন সম্পাদক মাসুম,শরিফ,আদনান,ইতি মনি,অর্থ সম্পাদক সালাম, রাশেদ ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নয়ন ।
পথশিশু ফাউন্ডেশনের উপদেষ্টা মামুন বলেন, এসব পথশিশুদের পাশে থাকা ও তাদের জন্য একজন নাগরিকের যেসব মৌলিক সুবিধা যেমন, অন্ন-বস্ত্র-বাসস্থান-চিকিৎসা ও শিক্ষার ব্যাবস্থা করার জন্যই "পথশিশু ফাউন্ডেশন" তৈরী করা হয়েছে।