প্রকাশ: ১৭ আগস্ট ২০২০, ১৬:৫৫
বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের টুমচর এলাকার মৃত:খলিলুর রহমান ভূইয়ার স্ত্রী মোস্তফা বেগম(৮০) নিখোঁজ হওয়ার তিন দিন পরে মেঘনা নদীতে লাশ হয়ে ভেসে উঠেছে। পরে খবর পেয়ে হিজলা থানা পুলিশ বৃদ্ধার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মৃত বৃদ্ধার ভাইয়ের ছেলে মাষ্টার জানে-আলম ইনিউজ৭১ কে জানান, তার ফুপুর অনেক বয়স ছিলো তাই চোখে কম দেখতেন এবং কানেও কম শুনতেন। ঘটনার দিন জানে-আলমের চাচাতো বোন মাজেদার বাড়িতে বেড়াতে গিয়ে মধ্য রাতে তার ফুপুর নিখোঁজের ঘটনা ঘটে। অনেক খোঁজাখুজির পরে না পেয়ে হিজলা থানায় জিডি করা হয়েছিল। রবিবার ১৬ আগস্ট দুপুরে বড়জালিয়া ইউনিয়নের দূর্গাপুরের থানার ঘাট এলাকায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া গিয়েছে।
পরে হিজলা থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে হিজলা থানা অফিসার ইনচার্জ (ওসি) অসীম কুমার সিকদার জানান, আমরা বৃদ্ধার লাশ উদ্ধারের পরে ময়না তদন্তের জন্য বরিশালে প্রেরণ করেছি। তবে এই ঘটনার ব্যাপারে হিজলা থানায় ইউডি মামলা করা হয়েছে।