প্রকাশ: ১৬ আগস্ট ২০২০, ১:৫২
ব্রাক্ষণবাড়িয়া সরাইল উপজেলায় নতুন করে আরও ৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।(১৬ আগস্ট )রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, নতুন করে ৩ জন আক্রান্ত হয়েছে, সরাইল উপজেলার সদর ইউনিয়ন নিজ সরাইল গ্রামের মোঃ তারেক ( ৪৩)।
কালিকচ্ছ ইউপির মনিরবাঘ গ্রামের মোঃ সেলিম মিয়া (৪৯)। মোঃ সাহাদাত হোসেন(৪৮) সরাইল। রোববার (১৬ আগস্ট) পর্যন্ত উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১১৭ জন।মোট সুস্হ হয়েছেন ৮৬ জন। সরাইল উপজেলা স্বাস্হ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, আজ ল্যাব থেকে নমুনার প্রতিবেদন আসে।