প্রকাশ: ১৫ আগস্ট ২০২০, ১:৪২
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন,জাতীর পিতাই আমাদের শিখিয়েছেন কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়। বঙ্গবন্ধু মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জেলখানায় যৌবন কাটিয়েছেন। যুদ্ধ পরবর্তী সাড়ে তিন বছরে বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত করেছেন। আগস্ট এলেই বাংলাদেশে হত্যাকারীরা ষড়যন্ত্রে লিপ্ত হয়। ১৫ ও ২১ আগষ্ট তারই প্রমান।
জাতীয় শোক দিবস মহান স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতে শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও তাঁর পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং বিশেষ দোয়া ও মোনাজাত এ অংশগ্রহণ শেষে এসব কথা বলেন এমপি শাওন।