প্রকাশ: ১৫ আগস্ট ২০২০, ০:১৭
বরিশালের হিজলা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষ্যে প্রশিক্ষিত যুব ও যুব মহিলাদের মাঝে প্রাতিষ্ঠানিক যুব ঋণের চেক বিতরণ করেছে।হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে ১৫ আগস্ট শনিবার সকাল সাড়ে ৯ টায়, জাতির পিতার প্রতি বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পরে ,
উপজেলা পরিষদ সভাকক্ষে হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর সভাপতিত্বে আলোচনা সভার শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষিত ০৭ জন যুব ও যুব মহিলার মাঝে ৫ লক্ষ ২০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে। ঋণ প্রাপ্ত ব্যক্তিরা হলেন গুয়াবাড়িয়া ইউনিয়নের পত্তনীভাংগা গ্রামের তালুকদার মৎস্য খামারের আরজু মনি ৬০ হাজার টাকা, গুয়াবাড়িয়া গ্রামের মৃধ্যা পোল্ট্রি ফার্মের মোঃ আঃ মোতালেব ৮০ হাজার টাকা, পূর্ব কোড়ালিয়া গ্রামের তামান্না মৎস্য খামারের তামান্না বেগম ৮০ হাজার টাকা,
কাউরিয়া গ্রামের তালুকদার মৎস্য খামারের মোঃ সুজন তালুকদার ৮০ হাজার টাকা, গুয়াবাড়িয়া গ্রামের কাদের মৎস্য খামারের আবদুল কাদের ৮০ হাজার টাকা, বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের আরিফ পোল্ট্রি ফার্মের মোঃ আরিফ হোসেন ৬০ হাজার টাকা,
বিনিময় মৎস্য খামারের মোঃ শাহজাহান ৮০ হাজার টাকা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন হিজলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, মোঃ আলমগীর হোসেন, মোঃ আনিসুর রহমান।