প্রকাশ: ১৫ আগস্ট ২০২০, ২২:১২
ভোলার বোরহানউদ্দিনে বৃষ্টি উপেক্ষা করে স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ আয়োজনের মধ্য দিয়ে শনিবার জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের পাশাপাশি পৌরসভা, উপজেলা আ’লীগ ও এর সহযোগি সংগঠন সহ উপজেলার ৪ টি কলেজ, ৩৮ টি মাদ্রাসা, ২৩ টি মাধ্যমিক বিদ্যালয়, ১৫১ টি প্রাথমিক বিদ্যালয় পৃথক পৃথক কর্মসূচী পালন করে।
সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বরে ভোলা-২( বোরহানউদ্দিন-দৌলতখান)আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে দিনের কর্মসূচী উদ্বোধন করেন। এরপর প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজ, বোরহানউদ্দিন মহিলা ডিগ্রী কলেজ,বোরহানউদ্দিন কামিল মাদ্রাসা, ভোলা পলিটেকনিক ইন্সটিটিউট, বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়, কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সহ বিভিন্ন শ্রেণি পেশার লোক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেন।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার মো. সাইফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন, ভোলা-২(বোরহানউদ্দিন-দৌলতখান)আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি জসিমউদ্দিন হায়দার, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ।
দুপুর পৌনে ২ টায় উপজেলার ২৫ টি মসজিদে বঙ্গবন্ধুর আতœার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে দুপুর পৌনে ২ টায় পৌরসভায় আয়োজনে আলোচনা সভায় বক্তৃতা করেন, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, প্যানেল মেয়র মো. ইউসুফ, সহকারী প্রকৌশলী আ. সাত্তার প্রমুখ। এরপর মেয়র ঈদগাহ মসজিদের এতিমখানায় দোয়া মাহফিল শেষে এমপি’র পক্ষে খাবার বিতরণ করেন।