প্রকাশ: ১৫ আগস্ট ২০২০, ২১:৪৯
নোয়াখালীর হাতিয়া উপজেলায় ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। সকাল ৮ টায় হাতিয়া উপজেলা আওয়ালীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর উপজেলা প্রসাশন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব মোহাম্মদ আলী।
সভায় আরো উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জনাব মহিউদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান জনাব মাহবুব মোর্শেদ লিটন, পৌরসভা মেয়র জনাব ইউসুফ আলী, সহকারি কমিশনার(ভূমি) জনাব সারোয়ার সালাম, হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আবুল খায়ের,
উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীক শ্রমিকলীগের নেতৃবৃন্দ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ রেজাউল করিম।আলোচনা শেষে হাতিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দুস্থদের মাঝে ত্রাণসামগ্রী বিরতণ এবং শহীদদের উদ্দেশ্যে মিলাদ ও দোয়া শেষে স্বাস্থ্যবিধি মেনে ভোজের আয়োজন করা হয়।