প্রকাশ: ১৫ আগস্ট ২০২০, ১৭:৯
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ট বাঙালি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।শনিবার ১৫আগষ্ট সকাল সাড়ে নয়টার দিকে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে জাতীয় শোক দিবস ও আলোচনা সভায় অনুষ্টিত হয় স্বাগত বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো:মনির হোসেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশ্ররাফ উদ্দিন এর সঞ্চালনায় জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব।
এর আগে মাটিরাঙ্গা উপজেলায় স্থাপিত ফ্রিডম স্কোয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহি অফিসার তৃলা দেব তাঁর উপজেলার সকল পদস্থ কর্মচারীদের সাথে নিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন। এর পরই মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা,মাটিরাঙ্গা থানা সার্কেল,মাটিরাঙ্গা থানা পুলিশ, মাটিরাঙ্গা উপজেলা আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল, মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মো. মোহতাছিম বিল্লাহ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মো:ওবায়দুল হক, উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা মো:হুমায়ন পাটোয়ারী,উপজেলা নির্বাচন অফিসার এস এম মহিউদ্দিন,উপজেলা মৎস্য কর্মকর্তা মো:আরিফুর রহমান,মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার এিপুরা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী,রাজনৈতিক ব্যক্তিবর্গ,সুশীল সমাজের ব্যাক্তিগণ,সাংবাদিক সহ অনকে উপস্থিত ছিলেন।