প্রকাশ: ১৫ আগস্ট ২০২০, ১৬:২৪
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকী স্মরণে বরিশাল জেলায় " একযোগে বৃক্ষ রোপণ কর্মসূচি " পালনের অংশ হিসেবে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বৃক্ষ রোপণ করা হয়েছে।বরিশাল বিভাগীয় প্রশাসনের তত্ত্বাবধানে, বরিশাল জেলা প্রশাসনের বাস্তবায়নে, হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ১৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০ টায়,
স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চাড়া রোপণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন অর রশিদ। এছারাও উপস্থিত ছিলেন এম ও ডিসি ডাঃ মোঃ ইকরাম হোসেন, ডেন্টাল সার্জন ডাঃ মুনতাহিনা আবরু, এমটি ইপিআই মোঃ লোকমান হোসেন, স্বাস্থ্য সহকারী মোঃ আতিকুর রহমান সহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মচারিবৃন্দ।