প্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ৩:৫৮
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক রিকশা চালকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের পাশে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউপির হাওর এলাকায় কুইট্টা ব্রীজ সংলগ্ন ঝোপে এ লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে সরাইল থানা পুলিশ লাশ উদ্ধার করে।এসময়ে চালকের রিকশাটি সড়কের অপর পাশে পড়ে ছিল। নিহত রিকশা চালক সোহেল মিয়া (১৬) কালিকচ্ছ ইউপির দত্তপাড়া এলাকার দিনমজুর মন মিয়ার ছেলে।
এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ এ এম এম নাজমুল আহমেদ বলেন এ প্রতিনিধিকে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।