পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই - ডিসি মোকতার

নিজস্ব প্রতিবেদক
এম. কে. রানা - বার্তা প্রধান ইনিউজ৭১
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৩ই আগস্ট ২০২০ ০৫:৪৭ অপরাহ্ন
পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই - ডিসি মোকতার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর  ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে  বিএমপি'র কোতয়ালি মডেল থানা প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। উক্ত কর্মসূচির অংশ হিসেবে থানা প্রাঙ্গনে বিভিন্ন ফলের চারা রোপন করা হয়।

উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপ পুলিশ কমিশনার (দক্ষিন) মোঃ মোকতার হোসেন     (পিপিএম-সেবা)  লিচু, আম্রপলি জাতের আম গাছ সহ বিভিন্ন ফলের গাছ রোপন করেন। এসময় তিনি বলেন, পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। বর্তমান বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।  

উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী) মোঃ রাসেল, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ নূরুল ইসলাম,পিপিএম,পুলিশ পরিদর্শক (তদন্ত), এ. আর. মুকুল,পিপিএম -সেবা সহ থানার সকল অফিসার এবং ফোর্স।

এছাড়াও কোতয়ালী থানাধীন আমানতগঞ্জ, বগুড়া পুলিশ ফাড়ী, আলেকান্দা ফাড়ী সহ স্টীমারঘাট পুলিশ ফাঁড়ি প্রাঙ্গনেও বৃক্ষরোপন করা হয়।