প্রকাশ: ১০ আগস্ট ২০২০, ১৩:৫৭
ভোলার বোরহানউদ্দিনে জনকল্যাণমূলক সংগঠন মাহাবুবা-মতলেব তালুকদার ফাউন্ডেশন উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাউন্ডেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
রবিবার সন্ধ্যায় ভোলার বোরহানউদ্দিনে মাহাবুবা মতলেব তালুকদার ফাউন্ডেশনের উদ্বোধন শেষে ফাউন্ডেশনের উদ্যোগে জনসচেতনতা বাড়াতে ও করোনা মহামারি থেকে এলাকাবাসীকে সচেতন করতে রাস্তায় হেঁটে হেঁটে লোকজনকে মাস্ক পড়িয়ে দেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। এর আগে ফাউন্ডেশন উদ্বোধন কালে এমপি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের স্মরন করেন। এমপি বলেন, ঘাতকরা জাতির জনককে হত্যা না করলে অনেক আগেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিনত হত।
আজ তারই যোগ্য উত্তরসূরী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় দেশ মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, ধর্ম মন্ত্রনালয়ের সচিবের একান্ত সচিব মো. জুবায়ের তালুকদার, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুর রহমান, ফাউন্ডেশনের সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাদা তালুকদার, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কায়কোবাদ মিয়া, বোরহানউদ্দিন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম রুবেল, সংগঠনের নির্বাহি সদস্য সাইফুদ্দিন সবুজ তালুকদার প্রমুখ।